আগামী ২৯ সেপ্টেম্বর থেকে চীনা পর্যটকদের জন্য অস্থায়ী ভিসামুক্ত প্রবেশনীতি চালু করছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রধানমন্ত্রী কিম মিয়ন-সুক এক নীতিগত সভা থেকে এই ঘোষণা দেন। নতুন নীতি কার্যকর থাকবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ভিসামুক্ত প্রবেশের এই উদ্যোগে চীনা পর্যটকদের চাহিদা বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এ পদক্ষেপকে দক্ষিণ কোরিয়ার পর্যটন খাত পুনরুজ্জীবনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
চীনের রাষ্ট্রদূত দাই বিং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দক্ষিণ কোরিয়ার এই সিদ্ধান্ত চীনা পর্যটকদের জন্য আনন্দের সংবাদ।
এর আগে গত বছরের নভেম্বরে চীন দক্ষিণ কোরিয়ান নাগরিকদের জন্য একতরফা ভিসামুক্ত নীতি পরীক্ষামূলকভাবে চালু করে। এর পর থেকে দুই দেশের মধ্যে ভ্রমণ ও বিনিময় দ্রুত বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে এমন ভ্রমণ আদান-প্রদান পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করবে।
এদিকে দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (APEC) সম্মেলন। সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাদাভাবে বৈঠক করতে পারেন বলে আভাস পাওয়া গেছে।

