ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, তিনি ভগবান শিবের ভক্ত এবং রাজনৈতিক কটূক্তির বিষ গিলে নেবেন। উত্তরপূর্বাঞ্চলের আসামে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি কংগ্রেসকে আবারও আক্রমণ করেন এবং নিজের ব্যক্তিগত কষ্টের কথা তুলে ধরেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) আসামের দারাং এলাকায় এক সমাবেশে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মোদি। এসময় তিনি বলেন, “আমি জানি, কংগ্রেসের পুরো ইকোসিস্টেম আমাকে নিশানা করবে এবং বলবে, মোদি আবারো কাঁদছে। জনগণই আমার ভগবান, আমার প্রভু এবং আমার রিমোট কন্ট্রোল। আমি যদি তাদের সামনে আমার কষ্ট না বলি, তাহলে কোথায় বলব?”
বিহারের নির্বাচনী প্রচারণার সময় কংগ্রেস ও সহযোগী দলগুলোর একটি যৌথ মঞ্চ থেকে মোদিকে নিয়ে কটূক্তি করা হয়। পরে এআই ব্যবহার করে কংগ্রেসের তৈরি একটি ভিডিওতে তার প্রয়াত মা হীরাবেন মোদিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এসব বিতর্কের প্রেক্ষাপটে মোদি নিজের বক্তব্যে বলেন, “আমি ভগবান শিবের ভক্ত, কটূক্তির বিষ গিলে ফেলব।”
এনডিটিভি জানায়, মোদির বক্তব্যে ‘রিমোট কন্ট্রোল’ প্রসঙ্গটি তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ন্ত্রণের অভিযোগে সোনিয়া গান্ধীকে কটাক্ষ করতে একই শব্দ ব্যবহার করেছিলেন। এবারও তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে গান্ধী পরিবার নিয়ন্ত্রণ করছে। যদিও কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।
মোদি বলেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকে খাড়গের একটি মন্তব্যের কথা মনে করিয়ে দিয়েছেন, যা তিনি ২০১৯ সালে করেছিলেন। ওই সময় ভারত সরকার আসামের কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকাকে ভারতরত্নে ভূষিত করলে খাড়গে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন। পরে খাড়গে ব্যাখ্যা দেন যে হাজারিকা ভারতের সংস্কৃতি ও শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন।
মোদি আরও বলেন, “দশকের পর দশক কংগ্রেস আসাম শাসন করেছে, কিন্তু ব্রহ্মপুত্র নদে মাত্র তিনটি সেতু নির্মাণ করেছে। অথচ আমরা এক দশকে ছয়টি নতুন সেতু নির্মাণ করেছি।” তিনি দাবি করেন, বর্তমান কংগ্রেস প্রজন্ম দেশের পুরোনো ক্ষতের ওপর লবণ ছিটিয়ে দিচ্ছে।