ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা সিটি কার্যত বিশ্বের সঙ্গে সব ধরনের যোগাযোগ হারিয়েছে। সোমবার রাত থেকে ইসরায়েলি সেনারা সেখানে স্থল হামলা শুরু করলে ধ্বংস হয় টেলিফোন ও ইন্টারনেট সেবা। ফলে বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এ শহর।
ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি জানায়, উত্তর গাজার প্রধান যোগাযোগ লাইনে ইসরায়েলি হামলার পর এ সেবা বন্ধ হয়ে যায়। এর পর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমও গাজার ভেতরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। বার্তাসংস্থা এপির সাংবাদিকরা সরাসরি যোগাযোগের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন।
এর আগে মঙ্গলবার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে আটজনই গাজা সিটির বাসিন্দা। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা সিটিতে স্থল হামলায় অংশ নিচ্ছে তাদের দুটি বড় ডিভিশন—১৬২ এবং ৯৮ নম্বর। কয়েক হাজার সেনাসদস্য নিয়ে গঠিত এই ইউনিটগুলো এখন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। তারা আরো জানায়, অদূর ভবিষ্যতে ৩৬ নম্বর ডিভিশনও যুক্ত হবে, যা গাজা সিটিতে সেনা মোতায়েন বহুগুণ বাড়িয়ে দেবে।
স্থল হামলার আগে কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ব্যাপক বোমাবর্ষণ চালায় শহরটিতে। বিমান ও ড্রোন হামলায় ধসে পড়েছে বহু বহুতল ভবন। আশপাশের অঞ্চলগুলো দখলে নেওয়ার পর গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে দখলদার সেনারা।