প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য সফরে গিয়ে দেশটিতে রেকর্ড ১৫০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা।
ব্রিটিশ সরকারের আশা, এই বিনিয়োগে সারা দেশে হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে। সরকারি হিসেবে, ৭ হাজার ৬০০-এর বেশি উচ্চমানের চাকরি সৃষ্টি হতে পারে।
বিনিয়োগের বড় অংশ আসছে বিশ্বের অন্যতম শীর্ষ বিকল্প সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন থেকে। প্রতিষ্ঠানটি আগামী এক দশকে যুক্তরাজ্যে ৯০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে।
এর আগে গত জুনে ব্ল্যাকস্টোন ইউরোপে এক দশকে ৩৭০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছিল।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, “এই বিনিয়োগ ব্রিটেনের অর্থনৈতিক শক্তির প্রমাণ। বিশ্ব দেখছে, আমাদের দেশ কতটা উন্মুক্ত, উচ্চাকাঙ্ক্ষী ও নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। কর্মসংস্থান, প্রবৃদ্ধি ও সুযোগ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই সফর তা পূরণ করছে।”
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চেকার্সে প্রধানমন্ত্রী স্টারমার ও প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হবে। সেখানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হবে।
এ সপ্তাহের শুরুতে মাইক্রোসফট জানিয়েছে, তারা আগামী চার বছরে যুক্তরাজ্যে ২২ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে। গুগল ঘোষণা দিয়েছে, দুই বছরে হার্টফোর্ডশায়ারে একটি বিদ্যমান ডেটা সেন্টার সম্প্রসারণে ৫ বিলিয়ন পাউন্ড খরচ করবে।
পালান্টির যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ ১.৫ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে এবং ৩৫০টি নতুন চাকরি তৈরি করবে। আমেরিকান টেক কোম্পানি অ্যামেন্টাম ৩ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি করবে এবং তাদের স্থানীয় কর্মীবাহিনী ৫০ শতাংশ বাড়াবে।
বোয়িং জানিয়েছে, তারা বার্মিংহামে মার্কিন বিমান বাহিনীর জন্য দুটি ৭৩৭ বিমান রূপান্তর করবে। ৫০ বছরের মধ্যে এটাই প্রথমবার যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের জন্য বিমান তৈরি হচ্ছে। এতে ১৫০টি উচ্চ দক্ষতা সম্পন্ন চাকরি সৃষ্টি হবে।
মার্কিন প্রকৌশল প্রতিষ্ঠান এসটিএএক্স যুক্তরাজ্যে কার্যক্রম সম্প্রসারণে ৩৮ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে।
বিবিসি বলছে, নতুন সৃষ্ট ৭ হাজার ৬০০ চাকরির মধ্যে এক হাজার হবে বেলফাস্টে। বাকি চাকরি গ্লাসগো, ওয়ারিংটন, মিডল্যান্ডস ও উত্তর-পূর্ব ইংল্যান্ডে তৈরি হবে।
বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিটার কাইল বলেছেন, “এই রেকর্ড বিনিয়োগ হাজারো মানসম্মত চাকরি তৈরি করবে। এটা প্রমাণ করে আমাদের প্রবৃদ্ধি পরিকল্পনা সাধারণ মানুষের জন্য কাজ করছে।”
সরকার জানিয়েছে, পরিচ্ছন্ন জ্বালানি, বায়োটেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নতুন ক্যারিয়ার সুযোগ তৈরি করাই এই বিনিয়োগের লক্ষ্য। এ ঘোষণার অংশ হিসেবে বৃহস্পতিবার স্বাক্ষরিত হবে টেক প্রস্পেরিটি ডিল, যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নতুন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দ্রুত গড়ে তুলতে সহায়তা করবে।

