ভেনিজুয়েলার বিরোধী রাজনৈতিক কর্মী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন।
নরওয়ের রাজধানী অসলোতে শুক্রবার ঘোষিত এই পুরস্কারে মাচাদোকে সম্মান জানানো হয় “একদা বিভক্ত বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তাঁর অনন্য ভূমিকা”র জন্য। নোবেল কমিটির চেয়ারম্যান ইওরগেন ওয়াটনে ফ্রিডনেস বলেন,
“মারিয়া কোরিনা মাচাদো এমন এক বিরোধী জোটকে একত্রিত করেছেন, যারা একসময় পরস্পরের বিরুদ্ধে বিভক্ত ছিল। তাঁদের এক করেছে গণতন্ত্র ও মুক্ত নির্বাচনের দাবিতে তাঁর নেতৃত্ব।”
গত এক বছরে মাচাদোকে লুকিয়ে থাকতে হয়েছে জীবননাশের হুমকির কারণে। তবুও তিনি দেশ ছাড়েননি। নোবেল কমিটি জানায়,
“স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়াতে সাহসী মানুষদের সম্মান জানানো জরুরি। মাচাদো সেই সাহসী কণ্ঠ, যিনি ভয়কে জয় করে নিজের জনগণের পাশে থেকেছেন।”
মাচাদো ২০২৪ সালের আগস্টে ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিতর্কিত পুনর্নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, নির্বাচনে বিরোধী জোটই আসলে বিপুল ব্যবধানে জয়ী হয়েছিল।
পুরস্কার ঘোষণার আগে আন্তর্জাতিক মহলে জল্পনা ছিল—এ বছর শান্তি পুরস্কার কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেতে পারেন?
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বাস্তবায়নে তাঁর উদ্যোগ সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত কমিটি পুরস্কারটি দেয় মাচাদোকে, যিনি শান্তি ও গণতন্ত্রের লড়াইয়ে মাঠের মানুষ হিসেবে স্বীকৃতি পেলেন।
নোবেল কমিটি বলেছে, তারা সবসময় এমন ব্যক্তিদের স্বীকৃতি দেয়, যাঁদের কাজ শান্তির স্থায়িত্ব, আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক সংলাপকে এগিয়ে নিয়ে যায়।