ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় হলো ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে কি না। এই ধরনের ক্ষেপণাস্ত্র হাতে পেলে ইউক্রেন রাশিয়ার সীমান্ত থেকে অনেকটা ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হবে।
ট্রাম্পের পুতিনের সঙ্গে সাম্প্রতিক ফোনালাপের পর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ট্রাম্প বলেছেন, ফোনালাপের আলোচনায় ‘দারুণ অগ্রগতি’ হয়েছে এবং তিনি ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিদলকে আগামী সপ্তাহে বৈঠকে বসার কথা জানিয়েছেন।
জেলেনস্কি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তিনি জানান, ‘টমাহক ক্ষেপণাস্ত্রের কথা শুনতেই মস্কো আলোচনায় ফিরে আসতে চাইছে।’ চলতি সপ্তাহের শুরুতে জেলেনস্কি ট্রাম্পকে আহ্বান জানান এই উন্নত ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য। পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার।
ট্রাম্পের প্রতিক্রিয়া প্রাথমিকভাবে ছিল, “আমরা দেখছি… দিতে পারি,” তবে পরে বলেছেন, “আমাদেরও এগুলো দরকার, কীভাবে সরবরাহ সম্ভব তা নিশ্চিত নই।”
এ বৈঠকে মার্কিন প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প জানিয়েছেন, আজকের আলোচনায় জেলেনস্কিকে পুতিনের সঙ্গে সর্বশেষ আলোচনার তথ্য জানানো হবে। এছাড়া, দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে।