বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী তাহমিনা আহমদ ব্রিটেনে এক অনন্য সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বিশ্বখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমএসসি ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন।
এর আগেও, গত বছর একই বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি (অনার্স) ডিগ্রিতেও তিনি প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন। প্রতিটি একাডেমিক বর্ষে তাহমিনার গড় ফলাফল ছিল ফার্স্ট ক্লাসের ওপরে। বেশ কয়েকটি বিষয়ে তিনি রেকর্ড পরিমাণ নম্বরও অর্জন করেন, যা তাকে বিভাগে শীর্ষ অবস্থানে রাখে।
প্রথম বর্ষে তিনি ‘ইকোনোমিকস ফর বিজনেস’ বিষয়ে ৯০ শতাংশ, ‘ফান্ডামেন্টালস ফর বিজনেস স্টাডিজ অ্যান্ড স্কিলস’ মডিউলে ৯৮, ৮৬.৬ ও ৮১ শতাংশ, এবং ‘কারেন্ট চ্যালেঞ্জ ইন বিজনেস ম্যানেজমেন্ট’-এর গ্রুপ প্রেজেন্টেশনে ৮০ শতাংশ নম্বর পান।
দ্বিতীয় বর্ষে ‘বিজনেস ল’ বিষয়ে ৮৪.৯ শতাংশ এবং ‘অপারেশন্স ম্যানেজমেন্ট’-এ ৮১ শতাংশ নম্বর অর্জন করেন।
তৃতীয় ও শেষ বর্ষে ‘ম্যানেজিং ডাইভার্সিটি’ বিষয়ে ৭৯ শতাংশ, ‘স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস অ্যান্ড প্র্যাকটিস’-এ ৮৩ শতাংশ, আর ‘এমপ্লয়মেন্ট রিলেশন্স’-এ ৯০ শতাংশ নম্বর পেয়ে তার ধারাবাহিক উৎকর্ষতা প্রমাণ করেন।
তাহমিনা ব্রিটেনের প্রথিতযশা আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ এবং সালমা আহমদের তৃতীয় সন্তান। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও পরিশ্রমী ছাত্রী হিসেবে পরিচিত।
সাফল্যের প্রতিক্রিয়ায় তাহমিনা বলেন,
“প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহপাকের প্রতি। এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় পিতামাতা, শিক্ষকমণ্ডলী এবং বড় বোনদের প্রতি, যাদের সহায়তা ও দিকনির্দেশনা আমাকে এই সাফল্য অর্জনে অনুপ্রাণিত করেছে।”
তিনি আরও বলেন,
“আমি আলোকিত সমাজ ও কমিউনিটি গঠনে সক্রিয় ভূমিকা রাখতে চাই।”
ভবিষ্যতে তাহমিনার স্বপ্ন— মাল্টিন্যাশনাল কোম্পানি বা ব্রিটিশ সিভিল সার্ভিসের উচ্চপর্যায়ে কাজ করা, কিংবা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা। তিনি সবার দোয়া কামনা করেছেন।