যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও অংশীদারদের মধ্যে জাপান অন্যতম বলে ঘোষণা করেছেন ট্রাম্প। সেই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে তিনি বলেছেন, যেকোনো ইস্যুতে টোকিওর পাশে থাকবে ওয়াশিংটন।
সোমবার জাপান সফরে গিয়ে ট্রাম্প প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গে বৈঠকের আগে করমর্দন করার সময় বলেন, “এটা খুবই দৃঢ় একটি করমর্দন।” বৈঠকে তিনি আরো বলেন, “জাপান আমাদের ঘনিষ্ঠতম মিত্রদের মধ্যে অন্যতম এবং যে কোনো সময় যদি কোনো ইস্যুতে আপনার সাহায্যের প্রয়োজন হয়, আমরা সবসময় আপনার পাশে থাকব।”
এটি প্রশংসার প্রতিক্রিয়ায়, তাকাইচি বলেন, “প্রধানমন্ত্রী আবে’র কাছে আমি আপনার প্রশংসা শুনেছি। তিনি অগ্রসর কূটনীতির গুরুত্ব সর্বদা উল্লেখ করতেন।”
বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিরল খনিজ উপাদান ও ধাতু ক্রয় এবং ফোর্ড এফ-১৫০ ট্রাক ক্রয় সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র-জাপানের বন্ধুত্ব এক নতুন যুগে প্রবেশ করেছে।”
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির মাধ্যমে ট্রাম্প চীনের বিরল খনিজ উপাদানে প্রাধান্য কিছুটা চ্যালেঞ্জ করতে চাইছেন।

