ট্রাম্পবিরোধী জনমত বেড়েছে। বিভিন্ন জরিপে এ প্রবণতা দেখা গিয়েছিল। তবে মঙ্গলবারের নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ভার্জিনিয়ার নির্বাচনের ফল এই চিত্র আরও স্পষ্ট করেছে। বিষয়টি রিপাবলিকান নেতা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপলব্ধি করেছেন। এখন তিনি এসব নির্বাচনে নিজের ভূমিকা ছোট করে দেখাচ্ছেন।
তিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের কাছে রিপাবলিকান প্রার্থীদের হার দলের জন্য বড় সতর্কবার্তা। হোয়াইট হাউসে গত শুক্রবার ট্রাম্প বলেন, ‘আমি নির্বাচনটা দেখেছি। তবে এতে আমি তেমনভাবে জড়িত ছিলাম না।’ তিনি প্রার্থীদের সমর্থন করার কথাও অস্বীকার করেন। ট্রাম্প বলেন, ‘ভার্জিনিয়ার গভর্নর প্রার্থীকে আমি সমর্থন করিনি। নিউ জার্সির প্রার্থীকেও খুব বেশি সাহায্য করিনি। নিউ ইয়র্ক সিটির মেয়র অ্যান্ড্রু কুমো সম্পর্কে আমাকে প্রশ্ন করা হলে আমি বলেছিলাম—আপনি কি একজন “ঠগ” চান, নাকি একজন “বামপন্থী”?’
যতই ট্রাম্প নিজেকে দূরে রাখার চেষ্টা করুন না কেন, মঙ্গলবারের ভোটে জনগণ মূলত তাঁর বিরুদ্ধেই ভোট দিয়েছেন। ভোটের ব্যালটে তাঁর নাম না থাকলেও, এতটা স্পষ্টভাবে তাঁর বিরুদ্ধ ভোট আগে কখনো দেখা যায়নি।

