যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাস, সড়ক ও জনসমাগমপূর্ণ ব্যস্ত এলাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘ওয়ান্টেড’ ব্যক্তি ঘোষণা করা পোস্টারে ছেয়ে গেছে। এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের ফিলিস্তিনপন্থি গোষ্ঠীগুলো এসব পোস্টার সাঁটিয়েছে। পোস্টারগুলোতে নেদারল্যান্ডসভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওই পরোয়ানাকে সামনে রেখে লন্ডনের বিভিন্ন এলাকায় নেতানিয়াহুকে ‘ওয়ান্টেড’ হিসেবে চিহ্নিত করে প্রচার চালানো হচ্ছে।
গাজায় গত দুই বছরে ইসরায়েলি সামরিক অভিযানে ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাবে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রেক্ষিতে গত অক্টোবর থেকে সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও অভিযোগ রয়েছে— ইসরায়েলি বাহিনী প্রায়ই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে।
এই প্রেক্ষাপটে লন্ডনে নেতানিয়াহুর বিরুদ্ধে ‘ওয়ান্টেড’ পোস্টার ছড়িয়ে পড়াকে আন্তর্জাতিক জনমত ও ফিলিস্তিন ইস্যুতে জনসচেতনতার প্রতিফলন হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

