যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, সাম্প্রতিক এক সামরিক অভিযানে ১৫০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয়। ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ নামে পরিচালিত এই অভিযানটি কয়েক মাসের পরিকল্পনা ও ধারাবাহিক মহড়ার পর বাস্তবায়ন করা হয়।
এক সংবাদ সম্মেলনে জেনারেল ড্যান কেইন বলেন, ভবিষ্যতেও এ ধরনের মিশনে যুক্তরাষ্ট্রকে দায়িত্ব পালন করতে হতে পারে। তিনি জানান, অভিযানের প্রস্তুতি কয়েক মাস আগে শুরু হয়। এতে বিমান, স্থল, নৌ ও মহাকাশ অভিযানের সমন্বয়ে পরিচালিত একটি জটিল আন্তসংস্থাগত অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছে।
ড্যান কেইনের ভাষ্য অনুযায়ী, পুরো অভিযানের সময় বাহিনী ধৈর্য ও পেশাদারত্ব বজায় রেখে কাজ করেছে। তিনি বলেন, “আমরা নজর রেখেছি। অপেক্ষা করেছি। প্রয়োজন অনুযায়ী প্রস্তুতি নিয়েছি।” অভিযানের অংশ হিসেবে পশ্চিম গোলার্ধজুড়ে একযোগে ১৫০টির বেশি বিমান উড্ডয়ন করে।
এই অভিযানে ব্যবহৃত হয় এফ-২২, এফ-৩৫, এফ-১৮, ইএ-১৮, ই-২ এবং বি-১ বোমারু বিমান। পাশাপাশি বিভিন্ন সহায়ক উড়োজাহাজ ও বহু দূরনিয়ন্ত্রিত ড্রোনও অভিযানে অংশ নেয় বলে জানান তিনি।
জেনারেল ড্যান কেইন আরও বলেন, স্থানীয় সময় অনুযায়ী ভোর ২টা ১ মিনিটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর কম্পাউন্ডে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেওয়া বাহিনী দ্রুততার সঙ্গে লক্ষ্যবস্তু ঘিরে ফেলে। নিখুঁত সমন্বয় ও শৃঙ্খলার মাধ্যমে তারা পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং স্থলবাহিনীর নিরাপত্তা নিশ্চিত করে।

