বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এ ১০ জন কবি ও লেখক তাঁদের সাহিত্যের বিভিন্ন শাখায় অসামান্য অবদানের জন্য সম্মানিত হচ্ছেন। বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ পুরস্কারের ঘোষণা করা হয়। এই পুরস্কার বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে প্রদান করা হবে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন:
– কবিতা: মাসুদ খান
– কথাসাহিত্য: সেলিম মোরশেদ
– নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
– প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
– শিশুসাহিত্য: ফারুক নওয়াজ
– অনুবাদ: জি এইচ হাবীব
– গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া
– বিজ্ঞান: রেজাউর রহমান
– মুক্তিযুদ্ধ: মোহাম্মদ হাননান
– ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ
বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরস্কারপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেওয়া হবে অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, যিনি এই পুরস্কার প্রদান করবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রস্তাবক কমিটির প্রস্তাবনা এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তক্রমে নির্বাহী পরিষদ এই পুরস্কার চূড়ান্তভাবে অনুমোদন করেছে।
সাহিত্যের প্রতিটি শাখায় এ বছর পুরস্কৃতরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের সৃজনশীলতা ও কর্মধারা সাহিত্য অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে বলে বাংলা একাডেমি মনে করে।
এ সম্মাননা দেশের সাহিত্যিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং নবীন লেখকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।