মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর), দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজয় দিবস উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে, দেশের পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে। এ দিনটি উদযাপন উপলক্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যা জাতির ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ করতে সহায়তা করে।
আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে পুঁজিবাজারে লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের বাংলাদেশীদের ঐতিহাসিক বিজয়কে উদযাপন করার জন্য প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস হিসেবে স্মরণ করা হয়।

