সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছে যুক্তরাজ্যের পুঁজিবাজার লন্ডন স্টক এক্সচেঞ্জ (এলএসই)। চলতি বছর পুঁজিবাজারটি থেকে ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর সবচেয়ে বেশিসংখ্যক কোম্পানি বেরিয়ে গেছে।
ফাইন্যান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে উঠে আসে, আশঙ্কা করা হচ্ছে শীর্ষ কোম্পানিগুলোর সূচক এফটিএসই১০০-ভুক্ত আরো কোম্পানি নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে স্থানান্তর হতে পারে।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্যানুযায়ী, চলতি বছর এলএসই থেকে মোট ৮৮টি কোম্পানি তাদের অন্তর্ভুক্তি বাতিল বা স্থানান্তর করেছে। পক্ষান্তরে মাত্র ১৮টি নতুন কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়েছে। এটি ২০০৯ সালের পর থেকে এলএসই থেকে সর্বোচ্চ নিট বহির্গমনের ঘটনা।
নতুন তালিকাভুক্তির সংখ্যাও গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছার পথে রয়েছে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সংখ্যা কমে গেছে এবং এলএসই তালিকাভুক্ত কোম্পানিগুলোকে অন্য কোম্পানিগুলো অধিগ্রহণের লক্ষ্যবস্তু বানাচ্ছে।
যুক্তরাজ্যের সরকার, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও এলএসইজি বাজারের নিয়ম ও অভ্যন্তরীণ পেনশন ব্যবস্থায় সংস্কার এনে বাজারের আকর্ষণ বাড়ানোর চেষ্টা করছে। তা সত্ত্বেও কোম্পানিগুলোর বহির্গমন অব্যাহত রয়েছে।
এরই মধ্যে অ্যাশটেড, ফ্লাটার এন্টারটেইনমেন্ট, সিআরএইচ, ফার্গুসন, রিও টিন্টো, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোসহ (বিএটি) বেশকিছু কোম্পানি এলএসইর তালিকাভুক্তি বাতিল করেছে।

