সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ০.২৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৮৯ পয়েন্টে পৌঁছেছে। এক্সচেঞ্জে দৈনিক লেনদেন এক বছর পর ১ হাজার ২০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়েছে। দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেনও ঊর্ধ্বমুখী ছিল।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, লেনদেনের শুরু থেকেই সূচক ঊর্ধ্বমুখী ছিল। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৩৭৫ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০১ পয়েন্টে পৌঁছেছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৮৯ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস সামান্য কমে ১ হাজার ১৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৮০ পয়েন্ট।
গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বীকন ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ও ন্যাশনাল লাইফের শেয়ার। ডিএসইতে গতকাল ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এটি ছিল ৯৭৫ কোটি ৮৬ লাখ টাকা। এর আগে, গত বছরের ১৪ আগস্ট ডিএসইতে ১ হাজার ২৪৩ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির।
খাতভিত্তিক লেনদেনে দেখা যায়, মোট লেনদেনের ১৬.৪ শতাংশ দখলে রেখে শীর্ষে রয়েছে বস্ত্র খাত। দ্বিতীয় স্থানে ১৫ শতাংশের সঙ্গে ওষুধ ও রসায়ন খাত। ৮.৮ শতাংশ লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। খাদ্য ও আনুষঙ্গিক খাত ৮.৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ এবং প্রকৌশল খাত ৮.১ শতাংশের সঙ্গে পঞ্চম স্থানে অবস্থান করছে।
ডিএসইতে গতকাল সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে কাগজ ও মুদ্রণ খাতে ৪.৭ শতাংশ। জীবন বীমা খাতে ৪.৬ এবং বস্ত্র খাতে ৩.৬ শতাংশ ইতিবাচক রিটার্ন দেখা গেছে। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে সবচেয়ে বেশি ১.৬ শতাংশ নেতিবাচক রিটার্ন হয়েছে। সিরামিক খাতে ১ এবং ব্যাংক খাতে ০.৮ শতাংশ নেতিবাচক রিটার্ন রেকর্ড হয়েছে।
সিএসইতে নির্বাচিত সূচক সিএসসিএক্স ৩৩.৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৫২ পয়েন্টে পৌঁছেছে। সব শেয়ারের সূচক সিএএসপিআই ৩২.৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত ছিল ১৫টির। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৪০ লাখ টাকার, আগের কার্যদিবসে যা ছিল ৮ কোটি ১৯ লাখ টাকা।