পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ প্রস্তাবে সম্মতি দিয়েছে। অন্যদিকে, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের পর্ষদ সভায় ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে এই তথ্য জানিয়েছে দুই ব্যাংক। তথ্য অনুযায়ী, এনসিসি ব্যাংকের বন্ডটির নাম হবে ‘এনসিসি ব্যাংক নন-কনভার্টিবল সাবঅর্ডিনেটেড বন্ড-টু’। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেবল যোগ্য বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ‘ব্যাসেল-থ্রি’র অধীনে টিয়ার-টু মূলধন শক্তিশালী করতে ব্যবহার করবে ব্যাংকটি।
অন্যদিকে, ইস্টার্ন ব্যাংকের পর্ষদ গতকাল তাদের সভায় বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়। ব্যাংকটি সাত বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল ও ফ্লোটিং রেটবিশিষ্ট সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে তারা ৮০০ কোটি টাকা সংগ্রহ করে মূলধন ঘাটতি মোকাবিলা ও টিয়ার-টু মূলধন শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে।