দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ (সোমবার) লেনদেন শুরু হয়েছে সামান্য ইতিবাচক ধারায়। সবগুলো সূচকেই দেখা গেছে সীমিত মাত্রার উত্থান। বেলা ১১টা পর্যন্ত লেনদেনের তথ্য অনুযায়ী, দাম বাড়া শেয়ারের সংখ্যা দাম কমার তুলনায় সাড়ে তিনগুণ বেশি।
এই সময়ে ডিএসইতে ১৫৪ কোটি টাকার সিকিউরিটিজ কেনাবেচা হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০০ পয়েন্টে। শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস বেড়েছে ৪ পয়েন্ট, অবস্থান করছে এক হাজার ১৬৯ পয়েন্টে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ২ পয়েন্ট, দাঁড়িয়েছে ২ হাজার ৮৮ পয়েন্টে।
প্রথম ঘণ্টার লেনদেনে অংশ নেয় ৩৭৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে ২৪০টির শেয়ারের দাম বেড়েছে, ৭২টির কমেছে এবং ৬৭টির দাম অপরিবর্তিত ছিল। লেনদেনে সবচেয়ে বড় অবদান রেখেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সকাল ১১টা পর্যন্ত কোম্পানিটির ১৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা দিনের প্রথম ঘণ্টায় সর্বোচ্চ লেনদেন।