সপ্তাহের প্রথম কার্যদিবস গত রোববার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও গতকাল সোমবার ফের দরপতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সবকটি মূল্যসূচক নেমে গেছে। তবে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অনেক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তারপরও বাজারের প্রধান সূচক বেড়েছে। লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। দিনটি শুরু হয়েছিল উজ্জ্বল: বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়ে লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ৩৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।
কিন্তু প্রথম ঘণ্টা শেষ হতেই বাজারের চিত্র বদলে যায়। দাম বাড়ার তালিকা থেকে একে একে প্রতিষ্ঠানগুলো দাম কমার তালিকায় চলে আসে। দিনের শেষদিকে দরপতন আরও তীব্র হয়। দিনশেষে ডিএসইতে ৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ২৫৫টির, এবং ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেয়া ৬১টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১৩৪টির দাম কমেছে, ২৪টির অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ পাওয়া ১৩টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৬৭টির দাম কমেছে।
লভ্যাংশ না দেয়ার কারণে ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানির মধ্যে ২২টির দাম বেড়েছে। ৫৪টির দাম কমেছে, ২০টির অপরিবর্তিত রয়েছে। ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে পাঁচটির দাম বেড়েছে, ১৫টির কমেছে, ১৬টির অপরিবর্তিত আছে। ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ৮৮ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করছে।
সব সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৬ কোটি ৮১ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১৯ কোটি ২৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ১১৭ কোটি ৫৩ লাখ টাকা। দিনের লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রবির শেয়ার, ২৬ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে সোনালী পেপারের ২৩ কোটি ২০ লাখ টাকার লেনদেন। তৃতীয় স্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৬৮ লাখ টাকার।
ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে আছে: খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, বাংলাদেশ শিপিং করপোরেশন, সিভিও পেট্রো কেমিক্যাল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট, এবং কে অ্যান্ড কিউ।
সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১০ পয়েন্ট। ২০০ প্রতিষ্ঠান অংশগ্রহণে ৭৬টির দাম বেড়েছে, ১০০টির কমেছে, ২৪টির অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৫৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৯০ লাখ টাকা।