এই বছর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছাড়াই। অনুষ্ঠান চলার সময় স্থান সংকুলান না থাকায় সাংবাদিকদেরও এতে আমন্ত্রণ জানানো হয়নি।
উদ্বোধন অনুষ্ঠান গতকাল বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তবে রাত পৌনে ৯টায় সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের আগে সাংবাদিকদের এ বিষয়ে জানানো হয়নি। অনুষ্ঠান পরিচালনা করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসি গঠিত তদন্ত কমিটির দুই সদস্য ইয়াওয়ার সায়ীদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার জিসান হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানে এক কর্মকর্তা জানান, সাংবাদিকদের উপস্থিতি জানতে পারলে চেয়ারম্যান রাগ করবেন এবং অবিলম্বে অনুষ্ঠান ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। যদিও মুখপাত্র অনুষ্ঠানে থাকার অনুরোধ করেন। অনুষ্ঠানের দর্শক ছিলেন শুধুমাত্র বিএসইসির কর্মকর্তারা। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দুই চেয়ারম্যান ও দুই ব্যবস্থাপনা পরিচালক, শীর্ষ ১০ ব্রোকারেজ হাউসের সিইও এবং ব্রোকারদের সংগঠন ডিবিএর সভাপতি অংশগ্রহণ করেন।
বিএসইসি ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন আইওএসসিওর আহ্বানে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করছে। প্রতি বছর এক সপ্তাহ ধরে বিনিয়োগকারীদের বিনিয়োগ বিষয়ে সচেতন করতে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। আইওএসসিওর এ বছরের মূল প্রতিপাদ্য ছিল– প্রযুক্তি ও এআইনির্ভর আর্থিক লেনদেনের ঝুঁকি, তথ্য সুরক্ষা বিঘ্ন এবং প্রতারণা প্রতিরোধ। তিনটি বিষয়ই বিনিয়োগকারীর নিরাপত্তার মূল চাবিকাঠি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান জানান, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে বুধবার বিকেলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ডিবিএ এবং মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বিএমবিএ যৌথভাবে জুমে (অনলাইন) একটি সেমিনার আয়োজন করেছে। সরাসরি প্যানেল আলোচকরা ডিএসই কার্যালয়ে উপস্থিত থাকবেন, আর বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক অনলাইনে যুক্ত হবেন। বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্রোকার ও ব্যাংকগুলোকে জুম লিংক শেয়ার করার অনুরোধ করা হবে।
আইওএসসিও এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রধান লক্ষ্য হলো বিনিয়োগ শিক্ষা, বিনিয়োগকারীর সুরক্ষা এবং আর্থিক সচেতনতা বৃদ্ধি করা। এছাড়া বিনিয়োগকারীদের শেখার সুযোগ তৈরি করাও এর উদ্দেশ্য।
বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছাড়াই সচেতনতা কার্যকর হবে কিনা জানতে চাইলে বিএসইসির চেয়ারম্যান কোনো মন্তব্য করেননি। তবে সংস্থার পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, অনুষ্ঠান সম্পর্কিত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বিনিয়োগকারীরা তার মাধ্যমে সচেতন হবেন।