বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের আলোকে বিদ্যমান ‘পাবলিক ইস্যু রুলস ২০১৫’ বাতিল করে নতুন ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিস রুলস ২০২৫’-এর খসড়ার অনুমোদন দিয়েছে।
গতকাল (মঙ্গলবার) বিএসইসির ৯৭৭তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, টাস্কফোর্সের সুপারিশ বিবেচনা করে কমিশন নতুন নীতিমালার খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। খসড়াটি জনমত যাচাইয়ের জন্য বিএসইসির ওয়েবসাইট এবং পত্রিকায় প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, প্রস্তাবিত ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিস রুলস ২০২৫’-এ স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে আইপিওর চূড়ান্ত অনুমোদন দেবে বিএসইসি। নতুন নীতিমালায় আইপিও অনুমোদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার পাশাপাশি ইস্যুয়ার কোম্পানি, নিরীক্ষক এবং ইস্যু ম্যানেজারদের ভূমিকা ও দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
ফলে করপোরেট গভর্নেন্স, জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও বাড়বে বলে আশা করছে কমিশন। একই সঙ্গে নতুন নিয়মের মাধ্যমে আইপিও ভ্যালুয়েশন বা প্রাইসিং প্রক্রিয়ায় উন্নয়ন ঘটবে, যা ন্যায্য মূল্যে শেয়ার নির্ধারণে সহায়ক হবে। এতে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আরও আগ্রহী হবে বলে আশা করছে বিএসইসি।