দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৬ অক্টোবর) লেনদেন উত্থানের সঙ্গে শুরু হয়েছে। আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২০ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৩৬ পয়েন্টে অবস্থান করছে।
শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২ পয়েন্টে পৌঁছেছে। অন্য সূচক ‘ডিএস-৩০’ ০৫ দশমিক ৩৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯৭২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৪৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন সম্পন্ন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১০টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির।