তালিকাভুক্ত এপেক্স ট্যানারি লিমিটেডের ২০২৪-২৫ হিসাব বছরে কর-পরবর্তী নিট লোকসান ৭৫.৯৯ শতাংশ বেড়েছে। কোম্পানির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে নিট লোকসান হয়েছে ২২ কোটি ২৮ লাখ টাকা। আগের বছর ২০২৩-২৪ এ এটি ছিল ১২ কোটি ৬৬ লাখ টাকা। শেয়ারপ্রতি লোকসানও বেড়েছে। এবার এটি ১৪ টাকা ৬২ পয়সা। আগের বছর ছিল ৮ টাকা ৩১ পয়সা।
৩০ জুন ২০২৫ পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৩০ টাকা ১৯ পয়সায়। কোম্পানি জানিয়েছে বিক্রি কমে যাওয়া এবং আর্থিক ব্যয় বাড়ার কারণে লোকসান বেড়েছে।
আগের হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। কিন্তু এবার লভ্যাংশ নেই। পর্ষদ লভ্যাংশসহ অন্যান্য বিষয়ে অনুমোদনের জন্য ৩০ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (AGM) ডেকেছে। রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে ১০ নভেম্বর।
এপেক্স ট্যানারির আর্থিক অবনতি বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। ত্বক ও চামড়া শিল্পে চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।