পুঁজিবাজারের বিতর্কিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালিত ছয়টি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকৃত অর্থ সুদসহ ৩০ দিনের মধ্যে ফেরত আনার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং দুই পরিচালককে মোট ১০০ কোটি টাকা জরিমানা করা হবে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত (মঙ্গলবার) অনুষ্ঠিত বিএসইসির ৯৭৮তম কমিশন সভায়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
সভা শেষে প্রকাশিত বিএসইসি বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানটি বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করেছে। এ কারণে প্রতিষ্ঠানটির সিইও এবং প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে ৩০ দিনের মধ্যে সুদসহ ৯০ কোটি টাকা ফেরত আনতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না আনলে তিনজনকে জরিমানা করা হবে। এর মধ্যে রিয়াজ ইসলামের ৯৮ কোটি টাকা, প্রাতিষ্ঠানিক পরিচালক জর্জ এম স্টক থ্রির ১ কোটি টাকা এবং পরিচালক রেজাউর রেহমান সোহাগের ১ কোটি টাকা জরিমানা করা হবে। এছাড়া, বিএসইসি জানিয়েছে, কোয়েস্ট বিডিসির বিনিয়োগ আড়ালে মানিলন্ডারিংয়ের অভিযোগ দুদকে পাঠানো হবে।

