ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আল হারামাইন সিকিউরিটিজের শেয়ার লেনদেনের সনদ বাতিল করেছে। প্রতিষ্ঠানটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মূলধন ও দায়দেনার শর্ত যথাযথভাবে পূরণ করতে ব্যর্থ হওয়ায় ডিএসই এই সিদ্ধান্ত নিয়েছে। তথ্যটি আজ বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম আল হারামাইন সিকিউরিটিজকে শেয়ারবাজারে লেনদেনের জন্য ট্রেক সনদ দিয়েছিলেন। বিএসইসির অনুমোদনের পর প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করে, কিন্তু ট্রেক সনদধারী হিসেবে বিএসইসির নিয়ম অনুযায়ী মূলধন ও দায়দেনার শর্ত মানতে হয়। প্রতিষ্ঠানটি এই শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কয়েক দফা সময় দেওয়া হয়েছিল। তারপরও শর্ত পূরণ না হওয়ায় ডিএসই তাদের লেনদেনের সনদ বাতিল করেছে। এর ফলে প্রতিষ্ঠানটি আর শেয়ারবাজারে লেনদেনে অংশ নিতে পারবে না।
সূত্র জানায়, আল হারামাইন সিকিউরিটিজের প্রায় ১০০ জন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবধারী গ্রাহক ছিলেন। এখন লেনদেন সনদ বাতিল হওয়ায় তারা আর এই প্রতিষ্ঠান ব্যবহার করে শেয়ারবাজারে লেনদেন করতে পারবে না। ডিএসই জানিয়েছে, কোনো বিনিয়োগকারী বা গ্রাহক যদি প্রতিষ্ঠানটিতে তহবিল বা সিকিউরিটিজ নিষ্পত্তি–সংক্রান্ত অভিযোগ থাকে, তবে সংশ্লিষ্ট নথিপত্রসহ তা ১৩ নভেম্বরের মধ্যে লিখিতভাবে ডিএসইর কাছে জানাতে হবে।

