শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের ৫ লাখ শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে ব্লক মার্কেটে শেয়ারটি কিনতে চান।
আজ বৃহস্পতিবার ডিএসই-এর ওয়েবসাইটে কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ঘোষণা অনুযায়ী, বিএসইসির (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ অনুযায়ী আনিস উদ দৌলা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ৫ লাখ শেয়ার ক্রয় করতে আগ্রহী।
এসিআই লিমিটেড সম্প্রতি ২০২৪–২৫ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা যায়, কোম্পানিটি ৬৫ কোটি টাকা লোকসান করেছে। এর আগের দুই বছরেও কোম্পানিটি লোকসানে ছিল। ২০২৩–২৪ হিসাব বছরে লোকসান ছিল ১৩৯ কোটি টাকা। তার আগের বছর লোকসান ছিল ৪৯ কোটি টাকা।
কোম্পানি জানিয়েছে, ব্যাংক ঋণের সুদহার বেড়ে যাওয়ায় ব্যবসায় ব্যয় বৃদ্ধি পেয়েছে, যা লোকসানের মূল কারণ। প্রতি শেয়ারে লোকসান দাঁড়িয়েছে ৭ টাকা ৪০ পয়সা। তবু এসিআই শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বুধবার ডিএসইয়ে এসিআই শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৭০ টাকা ৭০ পয়সা। এদিন শেয়ারটি ১৭০ থেকে ১৭৯ টাকার মধ্যে লেনদেন করছে। শেয়ারটির অভিহিত মূল্য ১০ টাকা।

