সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল মঙ্গলবার বিএসইসির ৯৮০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আইএফআইসি গ্যারান্টেড শেরপুর টাউশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ নামে দেড় হাজার কোটি টাকার অভিহিত মূল্য ও এক হাজার কোটি টাকার ইস্যু মূল্যের বন্ডটির জামিনদার হিসেবে দায়িত্ব পালন করেছিল আইএফআইসি ব্যাংক, কিন্তু এই বন্ডটি ব্যাংকটির নয়; এটি মূলত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেরপুর টাউনশিপ লিমিটেডের (এসটিএল) ইস্যুকৃত বন্ড।
তবে বিভিন্ন প্রচারণায় বন্ডটির নাম ব্যবহার করা হয় ‘আইএফআইসি আমার বন্ড’ হিসেবে। এতে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়—তারা ধারণা করেন বন্ডটি সরাসরি আইএফআইসি ব্যাংক ইস্যু করেছে। অথচ বাস্তবে ব্যাংকটি ছিল কেবল গ্যারান্টার। বিএসইসি জানায়, এভাবে বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারিত করা হয়েছে, যা সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন। এ কারণেই সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে গত ৩০ জুলাই অনুষ্ঠিত বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় একই বন্ড ইস্যু সংক্রান্ত অনিয়মের জন্য আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ওই সভায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা ও পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে তৎকালীন ভাইস চেয়ারম্যানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানকেও ৫০ কোটি টাকা জরিমানা ও পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় এবার ব্যাংকের সাবেক এমডিকেও জরিমানা করল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

