দেশের পুঁজিবাজারে নতুন ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক ইস্যু করা এই বন্ডের মাধ্যমে সরকার ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে।
আজ সোমবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় পুঁজিবাজারে বন্ডটির লেনদেন শুরু হয়। এ তথ্য উভয় স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে। নতুন বন্ডটির নাম হলো ‘০২ওয়াই বিজিটিবি ০৫/১১/২০২৭’। লেনদেন কোড ‘টিবি২ওয়াই১১২৭’, ডিএসই স্ক্রিপ্ট কোড ‘৮৮৫৪৬’ এবং সিএসই কোড ‘৫০৩১২’।
উভয় পুঁজিবাজারে ডেবট বোর্ডের অধীনে ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজ হিসেবে বন্ডটির ইউনিট লেনদেন হবে। বন্ডটির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৫ নভেম্বর। প্রতি ইউনিটের লেনদেন শুরুর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ২৩ পয়সা, আর অভিহিত মূল্য ১০০ টাকা। প্রতি লটে থাকবে ১ হাজার ইউনিট। বন্ডটির কুপন রেট ১০.১০ শতাংশ, যা বছরে দু’বার প্রদান করা হবে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা অভিহিত মূল্যের ৪০ কোটি ইউনিট ইস্যু করে এই বন্ডের মাধ্যমে মোট ৪ হাজার কোটি টাকা উত্তোলন করেছে।

