শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিল চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) দ্বিগুণের বেশি মুনাফা করেছে। কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, এই প্রান্তিকে মুনাফা দাঁড়িয়েছে ১২১ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে মুনাফা ছিল ৫৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরে মুনাফা বেড়েছে ৬৫ কোটি টাকা বা ১১৬ শতাংশ।
সম্প্রতি বিএসআরএম স্টিলের পরিচালনা পর্ষদের সভায় জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সেখানে মুনাফা বৃদ্ধির এই চিত্র উঠে আসে। কোম্পানি সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএসআরএম স্টিলের নতুন কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ২ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কারখানার বার্ষিক উৎপাদনক্ষমতা প্রায় আট লাখ টন। নতুন কারখানাটি চালু হওয়ায় উৎপাদন ও বিক্রি—দুইই বেড়েছে, যা আয়ের ওপর সরাসরি ইতিবাচক প্রভাব ফেলেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে বিএসআরএম স্টিল ২ হাজার ৬৩৮ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে ব্যবসা হয়েছিল ১ হাজার ৫২৪ কোটি টাকা। সেই হিসেবে আয় বেড়েছে ১ হাজার ১১৪ কোটি টাকা বা ৭৩ শতাংশ। আয় যেমন বেড়েছে, তার চেয়েও দ্রুতগতিতে বেড়েছে মুনাফা।
মুনাফা বৃদ্ধির বড় কারণ পরিচালন ব্যয় কমে যাওয়া। গত বছরের জুলাই–সেপ্টেম্বরে পণ্য বিক্রি ও প্রশাসনিক খাতে খরচ হয়েছিল ৭০ কোটি টাকার বেশি। চলতি বছরে একই সময়ে খরচ নেমে এসেছে প্রায় ৫১ কোটি টাকায়। ব্যয় কমায় মুনাফাও বেড়েছে উল্লেখযোগ্য হারে।
বিএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘ফেব্রুয়ারি থেকে নতুন কারখানায় উৎপাদন শুরু হওয়ায় উৎপাদন এবং বিক্রি দুটোই বেড়েছে। পাশাপাশি কয়েক বছর ধরে আমরা খরচ কমাতে ধারাবাহিকভাবে উদ্যোগ নিয়েছি। এর সুফল এখন পাচ্ছি। সব মিলিয়ে বিক্রি বেড়েছে, মুনাফাও বেড়েছে। আশা করি এই প্রবৃদ্ধি সামনে আরও ধরে রাখতে পারব।’

