দেশের পুঁজিবাজারের সমস্যার দরজা-জানালা খুলতে রুলস হওয়ার আগেই সমাধান খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।
তিনি বলেন, পুঁজিবাজারে এখনও অনেক সমস্যা আছে। এর ফলে ভালো কোম্পানিগুলোও তালিকাভুক্ত হতে পারছে না। সমস্যাগুলো চিহ্নিত করে আলোচনার মাধ্যমে সমাধান করা জরুরি। এ কথা তিনি জানিয়েছেন রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে আজ বুধবার (১৯ নভেম্বর) ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ শীর্ষক বৈঠকে।
বৈঠকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ আয়োজন। এতে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ, বিজিএমইএ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
মমিনুল ইসলাম বলেন, মার্কেটের পরিধি বাড়াতে ভালো ও নতুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আনতে হবে। পুঁজিবাজারে সমস্যার সময় দরজা-জানালা বন্ধ হয়ে যেতে দেখা যায়। নিয়ন্ত্রক সংস্থার হাতে রুলসের সময় সীমিত থাকে। তাই দরজা-জানালা যেন বন্ধ না হয়, সেজন্য রুলস হওয়ার আগে আলোচনা করে সমাধান খোঁজা উচিত।
তিনি আরও বলেন, বাজারে ভালো কোম্পানির সংখ্যা খুবই কম। ভালো কোম্পানি তালিকাভুক্তি বাড়ানোতে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এই ক্ষেত্রটি নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে। তাই রুলস তৈরি করার সময় ভালো কোম্পানিগুলোকে বাজারে আনার মতো করে তৈরি করতে হবে।

