পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান বিডিকম অনলাইন জানিয়েছে, ২০২৪–২৫ অর্থবছরে ঘোষিত ৫% স্টক ডিভিডেন্ড ইস্যুর জন্য এখনো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পায়নি প্রতিষ্ঠানটি।
এই কারণে আগামী ২৩ নভেম্বর ২০২৫ যেই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল, তা কেবলমাত্র ক্যাশ ডিভিডেন্ডের জন্য কার্যকর হবে। অর্থাৎ, ওই তারিখে যারা কোম্পানির শেয়ার হাতে রাখবেন, তারা নগদ লভ্যাংশ পাবেন। তবে স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে পরে নতুন করে আলাদা রেকর্ড ডেট ঘোষণা করা হবে, বিএসইসি অনুমোদন পাওয়ার পর।
বিডিকম জানিয়েছে, স্টক ডিভিডেন্ডের সংশোধিত রেকর্ড ডেট যথাসময়ে জানানো হবে।
আজ (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারদর ১.৫৩% কমে ২৫ টাকা ৮০ পয়সাতে নেমেছে।
অর্থবছর ২৫-এর জন্য বিডিকম ৫% ক্যাশ ও ৫% স্টক ডিভিডেন্ড সুপারিশ করেছে। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ০.৮৬ টাকা, যা আগের বছরের ০.৮৫ টাকার তুলনায় সামান্য বেশি। জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে EPS বেড়ে হয়েছে ০.৩৫ টাকা, যেখানে গত বছর ছিল ০.২৮ টাকা। সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ১৫.৯৩ টাকা।
কোম্পানিটি জানিয়েছে, বোনাস শেয়ার ইস্যুর লক্ষ্য হলো নেটওয়ার্ক সম্প্রসারণ ও ইনফ্রাস্ট্রাকচার আরও মজবুত করা। তারা আরও স্পষ্ট করেছে, প্রস্তাবিত স্টক ডিভিডেন্ড শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে দেওয়া হচ্ছে—যা বৈধ উৎস। এটি মূলধন রিজার্ভ, পুনর্মূল্যায়ন রিজার্ভ, অবাস্তবায়িত লাভ বা নিবন্ধনের আগের মুনাফা থেকে ইস্যু করা হচ্ছে না। ফলে কোম্পানির রিটেইনড আর্নিংসে কোনো ঘাটতি বা ডেবিট ব্যালেন্স তৈরি হবে না।

