গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৩.৫৪ শতাংশ বেড়েছে। তবে ওষুধ ও রসায়ন এবং টেলিযোগাযোগ খাতে নেতিবাচক রিটার্ন ছিল। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৬৬.৩২ পয়েন্ট বেড়ে ৪,৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে সূচক ছিল ৪,৭০৩ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ বেড়ে ২৬.৫১ পয়েন্ট হয়ে ১,৮৭৮ পয়েন্টে পৌঁছেছে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৪১.৩৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,০১৮ পয়েন্টে অবস্থান করছে।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৯টি কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৪৭টির দর বেড়েছে, ১৮টির দর কমেছে এবং চারটির দর অপরিবর্তিত ছিল। লেনদেন হয়নি ৪৪টির। সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার।
সপ্তাহে অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় বাজার মূলধন বেড়ে প্রায় ৭,৮২০ কোটি টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩,৯৭৪ কোটি টাকা। সপ্তাহ শেষের অবস্থায় তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮১,৭৯৪ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ১.১৬ শতাংশ বৃদ্ধি হয়েছে।
ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা। আগের সপ্তাহের দৈনিক গড় ছিল ৩৫৪ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১২.১৯ শতাংশ।
খাতভিত্তিক লেনদেনে দেখা গেছে, গত সপ্তাহে প্রকৌশল খাতের আধিপত্য ছিল। মোট লেনদেনের ১২.০১ শতাংশ ছিল প্রকৌশল খাতে। ১১.৬৬ শতাংশ লেনদেনে ওষুধ ও রসায়ন খাত দ্বিতীয় অবস্থানে, বস্ত্র খাত ১১.২২ শতাংশ দিয়ে তৃতীয়, ব্যাংক খাত ১০.১৯ শতাংশ চতুর্থ এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত ১০.০৫ শতাংশ নিয়ে পঞ্চম স্থানে ছিল।
সপ্তাহে দুটি খাত বাদে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন দেখা গেছে। কাগজ ও মুদ্রণ খাতে সবচেয়ে বেশি ১৩.৩৯ শতাংশ ইতিবাচক রিটার্ন হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান খাত ৯.৭১, সিরামিক খাত ৮.২৮ এবং তথ্যপ্রযুক্তি খাত ১২.০৫ শতাংশ ইতিবাচক রিটার্ন দেখিয়েছে। এর বিপরীতে টেলিযোগাযোগ খাতে ০.৯ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতে ০.৫ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।
দেশের অন্য পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১.৮০ শতাংশ বেড়ে ১৩,৬৪২ পয়েন্টে পৌঁছেছে। সিএসসিএক্স সূচক ১.২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮,৪১৯ পয়েন্টে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে ৪৬ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন ছিল ৮০ কোটি ৩৬ লাখ টাকা। মোট ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৯৬টির দর বেড়েছে, ৬৮টির কমেছে, এবং ১১টির দর অপরিবর্তিত ছিল।

