আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতির কারণে ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই প্রতিষ্ঠানের মধ্যে ৮টি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায়, শেয়ারগুলো এখনও লেনদেন হচ্ছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী দুই-একদিনের মধ্যে এই লেনদেন বন্ধ হতে পারে।
ডিএসইর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আজ বা কাল এ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।” গত রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সভায় ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর আগে, গত আগস্টে এই প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তিনটি মূল সূচকের ভিত্তিতে— আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি।
অবসায়নের উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো—
- পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস
- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস
- আভিভা ফাইন্যান্স
- এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট
- ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট
- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি
- প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স
- জিএসপি ফাইন্যান্স কোম্পানি
- প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
এর মধ্যে আভিভা ফাইন্যান্স ছাড়া বাকি ৮টি প্রতিষ্ঠান দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত। গতকাল এই প্রতিষ্ঠানগুলোর বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর আজ ৮টি প্রতিষ্ঠানেই শেয়ারের দরপতন হয়েছে। বেলা ১টা পর্যন্ত শেয়ারদর অনুযায়ী—
- পিপলস লিজিং: ১০% বা ৭ পয়সা কমে ৬৭ পয়সা
- ইন্টারন্যাশনাল লিজিং: ১০% বা ৯ পয়সা কমে ৮১ পয়সা
- এফএএস ফাইন্যান্স: ৯% বা ১০ পয়সা কমে ১ টাকা ১০ পয়সা
- ফারইস্ট ফাইন্যান্স: ১০% বা ৮ পয়সা কমে ৭৩ পয়সা
- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স: ৯% বা ২০ পয়সা কমে ২ টাকা ১০ পয়সা
- প্রিমিয়ার লিজিং: ১০% বা ৮ পয়সা কমে ৭৭ পয়সা
- জিএসপি ফাইন্যান্স: ৬% বা ১০ পয়সা কমে ১ টাকা ৮০ পয়সা
- প্রাইম ফাইন্যান্স: ৭% বা ১০ পয়সা কমে ১ টাকা ৫০ পয়সা
শেয়ারবাজারে এই ধস বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা হিসেবে দেখাচ্ছে।

