চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুটা লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের জন্য মোটেও সুখকর হয়নি। জুলাই থেকে সেপ্টেম্বর—প্রথম তিন মাসেই কোম্পানির লোকসান আগের বছরের তুলনায় প্রায় ৭১ শতাংশ বেড়ে আরও বড় সংকটে ফেলেছে প্রতিষ্ঠানটিকে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক বিবরণীতে দেখা যায়, এই প্রান্তিকে লুব-রেফের শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৮২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে এই লোকসান ছিল ৪৮ পয়সা। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে প্রতি শেয়ারে লোকসান বেড়েছে ৩৪ পয়সা — যা ৭০ দশমিক ৮৩ শতাংশ প্রবৃদ্ধি।
কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, এই লোকসান বাড়ার প্রধান কারণ হলো সুদ ব্যয়ের চাপ। আলোচ্য তিন মাসে লুব-রেফকে ১০ কোটি ৩৪ লাখ টাকা সুদ পরিশোধ করতে হয়েছে, যা সরাসরি তাদের মুনাফা কমিয়ে লোকসানকে আরও ভারী করেছে।
গত অর্থবছরেও কোম্পানির আর্থিক অবস্থার অবনতি দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরে লুব-রেফের শেয়ারপ্রতি লোকসান হয় ৪ টাকা ৫৬ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ৭৪ পয়সা। অর্থাৎ লোকসানের ধারাবাহিকতা এবারও অব্যাহত থাকায় বিনিয়োগকারীদের উদ্বেগ আরও গভীর হয়েছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, সুদ ব্যয়, কাঁচামালের দাম এবং ব্যবস্থাপনা ব্যয়ের চাপ কমাতে না পারলে কোম্পানির পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।

