পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি চলতি বছরের অর্ধবার্ষিকী পর্যন্ত কুপন রেট ঘোষণা করেছে। নতুন রেট কার্যকর হবে ২৭ ডিসেম্বর ২০২৫ থেকে ২৬ জুন ২০২৬ পর্যন্ত।
কমিটি সিদ্ধান্ত নিয়েছে, এই সময়ের জন্য বন্ডহোল্ডারা বছরে ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) পাবেন। এর ফলে বন্ডে বিনিয়োগকারীরা নির্দিষ্ট সময়ে স্থিতিশীল আয় নিশ্চিত করতে পারবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে আজ সোমবার (১৫ ডিসেম্বর) এই তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, রবিবার (১৪ ডিসেম্বর) ট্রাস্টি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
ট্রাস্টি কমিটি করপোরেট বন্ডের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড। তারা কুপন রেট নির্ধারণের পাশাপাশি বন্ডহোল্ডারদের আয় নিশ্চিত করতে রেকর্ড ডেট নির্ধারণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে। তবে রেকর্ড ডেট এবং মুনাফা পাওয়ার যোগ্য বন্ডহোল্ডারের নাম পরে ঘোষণা করা হবে।
বন্ডে বিনিয়োগকারীরা এই কুপন রেটের মাধ্যমে তাদের বিনিয়োগে নির্দিষ্ট আয় নিশ্চিত করতে পারবেন। এছাড়া, এটি বিনিয়োগকারীদের জন্য একটি স্থিতিশীল এবং আস্থা যোগায় এমন পুঁজিবাজারে।
এদিকে, বুধবার (১৭ ডিসেম্বর) এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডের লেনদেনের ওপর কোনো মূল্য সীমা আরোপ করা হবে না। এতে বিনিয়োগকারীরা বাজারমূল্যের ওপর ভিত্তি করে লেনদেন করতে পারবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের কুপন রেট এবং বাজার নিয়ন্ত্রণের তথ্য বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। বিনিয়োগকারীরা এখন তাদের বন্ড পোর্টফোলিও পরিকল্পনা করতে পারবে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে।

