গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। চার কার্যদিবসের লেনদেনের মধ্যে দুই দিন বাজার ঊর্ধ্বমুখী ছিল। বাকি দুই দিন দরপতন হয়েছে। তবে সপ্তাহ শেষে এসে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এর প্রভাবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ও মূল্যসূচক বেড়েছে। বিপরীতে লেনদেনের গতি কিছুটা কমেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪১টির শেয়ারের দাম বেড়েছে। দাম কমেছে ৪৪টির। আর ১০১টির দাম অপরিবর্তিত ছিল। মোট লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের ৬২ দশমিক ৪৪ শতাংশের শেয়ারের দর বেড়েছে।
দাম বাড়ার আধিক্যের কারণে সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৮৭৩ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৫ হাজার ৮৬৬ কোটি টাকা। এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৭ কোটি টাকা। শতাংশের হিসাবে প্রবৃদ্ধি দশমিক ১৫।
বাজার মূলধনের সঙ্গে সঙ্গে বেড়েছে সূচকও। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে ৫২ দশমিক ১৬ পয়েন্ট। শতাংশের হিসাবে যা ১ দশমিক শূন্য ৮। ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ৭ দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ। বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ২২ দশমিক ৬৯ পয়েন্ট। যা ১ দশমিক ২২ শতাংশ।
তবে সূচক ও বাজার মূলধন বাড়লেও লেনদেনের গতি কমেছে। গত সপ্তাহে ডিএসইতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ৬৬ লাখ টাকা। তার আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৩৮৭ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ২৮ কোটি ৭২ লাখ টাকা। শতাংশের হিসাবে কমেছে ৭ দশমিক ৪১।
সপ্তাহজুড়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ারে। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৩ লাখ টাকা। যা মোট লেনদেনের ৪ দশমিক ৮৬ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা সায়হান কটনের শেয়ারে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৮ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১০ কোটি ৩৬ লাখ টাকা।
লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে সিটি জেনারেল ইনস্যুরেন্স, ডমিনেজ স্টিল বিল্ডিং, লাভেলো আইসক্রিম, রহিমা ফুড, মুন্নু ফেব্রিক্স, ফাইন ফুড ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস। দর বৃদ্ধির তালিকায় গত সপ্তাহে শীর্ষে উঠে এসেছে শাহজালাল ইসলামী ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ড। সপ্তাহের ব্যবধানে বন্ডটির দর বেড়েছে ৫৪ দশমিক ৫৫ শতাংশ। আগের সপ্তাহে বন্ডটির ক্লোজিং দাম ছিল ৪ হাজার ৪০০ টাকা।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ৯৬ শতাংশ। তৃতীয় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ০৫ শতাংশ। এ ছাড়া আরএসএম স্টিল, অ্যাপেক্স ফুড, বিডি ওয়েল্ডিং, বে লিজিং, মুন্নু এগ্রো ও রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
অন্যদিকে দর পতনের তালিকায় শীর্ষে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩২ দশমিক ৪৩ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে ফারইস্ট ফাইন্যান্সের। প্রতিষ্ঠানটির দাম কমেছে ১২ দশমিক ১২ শতাংশ। তৃতীয় স্থানে থাকা আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ারদর কমেছে ১২ শতাংশ।
দরপতনের তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স, ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড, রেনউইক যজ্ঞেশ্বর, ইন্টারন্যাল লিজিং, বেক্সিমকো সুকক, ইউনিয়ন ক্যাপিটাল ও জেনারেশন নেক্সট।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও গত সপ্তাহে মিশ্র চিত্র দেখা গেছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯ কোটি ৮২ লাখ টাকার। সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪৩ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৩টির দর বেড়েছে। ১২৮টির দর কমেছে। আর ২৪টির দর অপরিবর্তিত রয়েছে।

