বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এখন থেকে কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।
বিটিআরসির সোমবার (১৩ অক্টোবর) প্রকাশিত বার্তায় বলা হয়েছে, গ্রাহকরা নিজ এনআইডি ব্যবহার করে পছন্দমতো ১০টি সিম রাখতে পারবেন। যে সিমগুলো অতিরিক্ত থাকবে, সেগুলো অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার বা অন্য নামে হস্তান্তর করতে হবে।

নিজের নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই করার উপায়:
মোবাইল ফোন থেকে ১৬০০১#, তারপরে এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে জানা যাবে।
বিটিআরসি সতর্ক করে জানিয়েছে, যারা সময়মতো এই প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হবেন, তাদের অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।
পেছনের প্রেক্ষাপট অনুযায়ী, ২০১৭ সালে কমিশন সর্বোচ্চ ১৫টি সিম অনুমোদন করেছিল। তবে চলতি বছরের ১৯ মে অনুষ্ঠিত বিটিআরসি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ব্যক্তির নামে সর্বোচ্চ সিমের সংখ্যা ১০টিতে নামিয়ে আনা হবে।
এ পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে মোবাইল সিম ব্যবহারে নিয়ন্ত্রণ আনা এবং অনিয়ম রোধ করা। গ্রাহকদের সতর্ক থাকার পাশাপাশি সময়মতো সিম ডি-রেজিস্ট্রেশন বা মালিকানা পরিবর্তন করা জরুরি।

