রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আগামী জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্টভাবে বলেন, এটি অন্তর্বর্তী সরকারের দৃঢ় কমিটমেন্ট।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাজনৈতিক দলে মতবিরোধ থাকা স্বাভাবিক। “দল থাকলে ভিন্নমত থাকবেই। না হলে ভিন্ন দল কেন হবে? যদি আপনি আমার মতো হন তাহলে তো আমার দলে যোগ দেবেন। তাই রাজনৈতিক দলে ভিন্নমত থাকবেই,” বলেন তিনি। তবে তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই, কারণ তা ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে।
শফিকুল আলম বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলেও সফল হবে না। নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে—এটি সরকারের দৃঢ় প্রতিশ্রুতি।
তিনি আরও বলেন, “বাংলাদেশে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং দেশের রাজনীতিকে এগিয়ে নেওয়ার পথ তৈরি করবে।”
পরে শহরে সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।