রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হচ্ছে আগামী ৮ নভেম্বর থেকে, যা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। এ সময়ে প্রতিদিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হবে। বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, রানওয়ের ‘লাইটিং সিস্টেম’ বা আলো ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রানওয়ে বন্ধ থাকার কারণে উল্লিখিত সময়ে কোনো ফ্লাইট ওঠানামা করবে না। এই সিদ্ধান্তের ব্যাপারে ইতোমধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইনস ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। ফলে যাত্রীরা যেন নিজ নিজ ফ্লাইটের সময়ে যথাযথ প্রস্তুতি নিতে পারেন, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানান, রক্ষণাবেক্ষণের এই উদ্যোগটি মূলত যাত্রীদের নিরাপত্তা ও সেবা উন্নয়নের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে। রানওয়ের আলো ব্যবস্থা হালনাগাদ করে এর কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে এই সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে, যা ভবিষ্যৎ ভ্রমণকে আরও নিরাপদ করবে।
তবে যাত্রীদের এই সময়ে ফ্লাইট সংক্রান্ত তথ্য আগে থেকে জেনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে বিমানবন্দরের কল সেন্টারে (১৩৬০০) ফোন করে যাত্রীরা সাহায্য নিতে পারবেন।
রানওয়ে বন্ধের এই সময়ে বিমানবন্দরের অভ্যন্তরে ও বাইরে তৎপর রয়েছে সংশ্লিষ্ট বিভাগ। নিরাপত্তা থেকে শুরু করে কার্যক্রমের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, সময়মতো কাজ শেষ করে রানওয়ে পুনরায় চালু করা সম্ভব হবে, যা ভবিষ্যতের ফ্লাইট কার্যক্রমকে আরও নির্ভরযোগ্য ও নিরাপদ করে তুলবে।