মঙ্গলবার দিবাগত রাতে দুটি পৃথক ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়। প্রথম ফ্লাইটে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৩২ জনকে ও দ্বিতীয় ফ্লাইটে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর অর্থায়নে ১৫১ জনকে ফেরত আনা হয়েছে।
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধকে ঘিরে লেবাননের পরিস্থিতি অবনতি হয়। এর কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের অনেকেই গত কয়েক সপ্তাহ ধরে দেশে ফিরে আসছেন। ইতোমধ্যে লেবাননে ইসরাইলি হামলায় এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত মোট ৯টি ফ্লাইটে সর্বমোট ৫২১ জন বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরেছেন। বাংলাদেশর নাগরিক যে দেশেই থাকুক না কেন তাদের সকল সহযোগিতায় বাংলাদেশ সরকার পাশে থাকবে।
বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। এছাড়াও বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইওএমের পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।