Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Jul 17, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • খেলা
    • প্রযুক্তি
    • বিনোদন
    • মতামত
    • সাহিত্য
    • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জাতীয় মহাসড়কে দুর্ঘটনার ভয়াবহ চিত্র
    বাংলাদেশ

    জাতীয় মহাসড়কে দুর্ঘটনার ভয়াবহ চিত্র

    নাহিদJuly 5, 2025Updated:July 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দুর্ঘটনার চিত্র এখন আতঙ্কের প্রতীক। ঈদের আগে দ্রুতগতির একটি বাসের ছাদ উড়ে যাওয়া আলোচনায় আসে সড়কের বেপরোয়া গতির বিপজ্জনক বাস্তবতা। এর কয়েক সপ্তাহের মধ্যেই একের পর এক দুর্ঘটনায় ঝরেছে প্রাণ। সর্বশেষ শনিবার এক বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে মারা যান তিন যাত্রী ও ট্রাকচালকের সহকারী। এর আগে এপ্রিলের শেষদিকে একই পথে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন ট্রাকের ধাক্কায়। ৮ মে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে নিহত হন পাঁচজন।

    তবে শুধু এই মহাসড়কেই নয়, দেশের অন্যান্য জাতীয় মহাসড়কেও ঘটছে একই ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা।

    চার মাসে দুর্ঘটনা বেড়েছে ৪১ শতাংশ

    রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, ফেব্রুয়ারিতে জাতীয় মহাসড়কে ২০৯টি দুর্ঘটনা ঘটলেও জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ২৯৬টিতে। চার মাসে বৃদ্ধি ৪১.৬৩ শতাংশ। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দুর্ঘটনার সংখ্যা ১৩৯৭টি। এর মধ্যে মার্চে সবচেয়ে বেশি ২২৮টি এবং ফেব্রুয়ারিতে সবচেয়ে কম ২০৯টি।

    বিশেষজ্ঞদের মতে, সড়কের মান যতই উন্নত হোক, গণপরিবহনের মান না বাড়লে দুর্ঘটনা কমবে না। অনেক যানবাহনের ফিটনেস নেই, চালকদের নেই পর্যাপ্ত প্রশিক্ষণ। ফলে অতিরিক্ত গতির লাগাম টেনে ধরা যাচ্ছে না।

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শামছুল হক বলেন, ‘দুর্ঘটনার মূল কারণ বিশৃঙ্খলা। বিশেষ করে তিন চাকার যানবাহন মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।’

    তিন চাকার যানেই বেশি দুর্ঘটনা

    সেভ দ্য রোড-এর হিসাবে, গত ছয় মাসে দেশে মোট ১৭ হাজার ৯৫৭টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭৭৮ জনের। আহত ১৭ হাজার ৮২৬ জন। এর মধ্যে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও অটোরিকশা–এমন তিন চাকার যানে দুর্ঘটনা ঘটেছে ৮৮১২টি। প্রাণ গেছে ৭৯৫ জনের, আহত হয়েছেন ৮৮১৫ জন।

    একই সময়ে বাস দুর্ঘটনা হয়েছে ৩৪০৪টি। নিহত ৮২৫ জন, আহত ৩৩১৮ জন। মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে ৩৭১৪টি। প্রাণ গেছে ৬৭৩ জনের, আহত হয়েছেন ৩৬২৩ জন।

    বিআরটিএ পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস বলেন, ‘জাতীয় মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় স্থানীয় পর্যায়ের সহযোগিতা দরকার। কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ কঠিন। স্থানীয়ভাবে মনিটরিং ও সচেতনতা বাড়াতে হবে।’

    আঞ্চলিক সড়কেও দুর্ঘটনার ঝুঁকি

    ছয় মাসে আঞ্চলিক সড়কে মোট ১৪৮৫টি দুর্ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ২৬৮টি, মে মাসে সর্বনিম্ন ২১৯টি। যদিও সংখ্যা বিচারে জাতীয় মহাসড়কের তুলনায় এখানেই দুর্ঘটনা বেশি।

    আনফিট গাড়ি, ছোট যানবাহনের আধিক্য, অবৈধ তিন চাকার গাড়ি, শৃঙ্খলার অভাব, পুলিশের নজরদারিতে ঘাটতি এবং রাস্তার পাশে বাজার বসার প্রবণতা—এসব মিলেই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

    যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে তিন চাকা ও ছোট যানবাহনের কারণে দুর্ঘটনা বেড়েছে ১১.২২ শতাংশ। মোট দুর্ঘটনার ৩৪.৮৬ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে এবং ২৮.৪১ শতাংশ আঞ্চলিক সড়কে।

    মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আঞ্চলিক সড়ক জাতীয় সড়কের সেতুবন্ধ। নজরদারির বাইরে থাকলে দুর্ঘটনা রোধ সম্ভব নয়। তিন চাকার যান ও মোটরসাইকেল আজ আতঙ্কে পরিণত হয়েছে।’

    মোটরসাইকেলে মৃত্যুর হারের ভয়ংকর বৃদ্ধি

    পাঁচ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়েছে প্রায় ৮০ শতাংশ। ২০২০ সালে মৃত্যু হয় ১৪৬৩ জনের, ২০২৪ সালে তা দাঁড়ায় ২৬০৯ জনে। একই সময় মোটরসাইকেল বেড়েছে ৬৩ শতাংশ—১৭ লাখ ৬৬ হাজারের বেশি। বিআরটিএর হিসাব অনুযায়ী, ২০২০ সালে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ছিল ২৮ লাখ ১৪ হাজার, ২০২৪ সালে তা হয়েছে ৪৫ লাখ ৮১ হাজার।

    জাতীয় ও আঞ্চলিক সড়কে নির্ধারিত গতি মানা হচ্ছে না। অতিরিক্ত গতিই প্রাণহানির বড় কারণ হয়ে উঠেছে।

    রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘জাতীয় সড়কে এখন গতির প্রতিযোগিতা চলছে। সেটা নিয়ন্ত্রণের মতো প্রযুক্তি বা লোকবল আমাদের নেই। তিন হাজার কিলোমিটার সড়ক হাইওয়ে পুলিশ দেখছে, বাকি ছয় হাজার কিলোমিটার পুরো ফাঁকা পড়ে আছে। আঞ্চলিক সড়কে তো তদারকিই নেই।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ৮৬৪ স্থানে জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভ গড়বে সরকার

    July 17, 2025
    বাংলাদেশ

    গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতায় চলছে কারফিউ

    July 17, 2025
    বাংলাদেশ

    বগুড়ায় ঘরে ডুকে দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা

    July 17, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    দেশের অর্থনৈতিক স্থবিরতা কি কেটে উঠা সম্ভব?

    অর্থনীতি May 29, 2025

    বাজেটের স্বাধীনতা: বিচার বিভাগের স্বাধীনতার অন্যতম নিয়ামক

    আইন আদালত June 1, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Comment Policy
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Comment Policy

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2024 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.