মালয়েশিয়ার মাটিতে পা রাখতেই যেন উচ্ছ্বাসে ভেসে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা। আর সেই সুর-তালে মুগ্ধ হয়ে ট্রাম্প নিজেই হঠাৎ নেচে উঠলেন—তাঁর বিখ্যাত “ফিস্ট-পাম্পিং” স্টাইলে!
রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে এশিয়া সফরসূচি শুরু করেন ট্রাম্প। বিমান থেকে নামতেই তাকে বরণ করে নেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরপরই বিমানবন্দরের লাল গালিচায় আয়োজন করা হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা দেখে ট্রাম্পের মুখে ফুটে ওঠে চেনা হাসি—আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় সেই আলোচিত নাচ।
সেই নাচের দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটার (এক্স), ইনস্টাগ্রাম, এমনকি টিকটকেও ট্রাম্পের সেই নাচের ভিডিও ঝড় তোলে। অনেকে মজা করে লিখেছেন, “ট্রাম্পের মুভস আবারও বিশ্ব কাঁপাচ্ছে।”
হোয়াইট হাউসও ঘটনাটি উপেক্ষা করেনি। ট্রাম্পের সহকারী মার্গো মার্টিন নিজের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প জানেন কীভাবে প্রতিটি মুহূর্তকে উৎসবে পরিণত করতে হয়।”
ট্রাম্পের এশিয়া সফরের সূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান। এই দুই দেশের সীমান্তে জুলাই মাসে যে সংঘর্ষ হয়েছিল, তার অবসান ঘটাতে মার্কিন মধ্যস্থতায় এই চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম “ট্রুথ সোশ্যাল”-এ লিখেছেন, “কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ঐতিহাসিক এক শান্তিচুক্তি (‘গ্রেট পিস ডিল’) স্বাক্ষর করতে আমি মালয়েশিয়ায় যাচ্ছি। এই চুক্তি দুই দেশের মানুষের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে।”
রাজনীতি ও কূটনীতির কঠোর সময়সূচির মাঝেও ট্রাম্পের সেই আনন্দঘন নাচ যেন এক মুহূর্তের জন্য পুরো অনুষ্ঠানকে রঙিন করে তুলেছিল। কুয়ালালামপুর বিমানবন্দরের সেই দৃশ্য এখন কেবল কূটনৈতিক সফরের নয়, বরং হাসি-আনন্দে ভরা এক ভাইরাল মুহূর্তের প্রতীক হয়ে উঠেছে।

