দিনাজপুরে মিনিবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর–দশমাইল হাইওয়ের নশিপুরে গণগবেষণা কেন্দ্র–সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, বিকেল সাড়ে তিনটার দিকে নশিপুরগম গবেষণা ইনস্টিটিউটের সামনে ইজিবাইকটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাসের চাপায় দুমড়ে–মুচড়ে যায়। সংঘর্ষের পর ইজিবাইকে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত একজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে এবং দুর্ঘটনার গাড়িগুলো জব্দ করার প্রক্রিয়া চলছে।

