বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে বড় ধরনের এক পদক্ষেপ নিয়েছে। ইউরোপের আধুনিকতম যুদ্ধবিমানগুলোর একটি—ইউরোফাইটার টাইফুন—কেনার লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনী আনুষ্ঠানিকভাবে ইতালির বহুজাতিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ-র সঙ্গে একটি আগ্রহপত্রে সই করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় আইএসপিআর জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে বিমানবাহিনীর সম্মুখ সারির সক্ষমতা আধুনিক মানে পৌঁছানোর পরিকল্পনা আরও এগিয়ে গেল। সংস্থাটি বলছে, বহুমুখী কমব্যাট রোলের জন্য তৈরি ইউরোফাইটার টাইফুন যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।
ঢাকার অনুষ্ঠানে আগ্রহপত্রে সই করেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোও।
আইএসপিআর বলছে, আগ্রহপত্র সইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিক ক্রয় প্রক্রিয়ার দিকে এক ধাপ এগিয়ে গেল। টাইফুন সংগ্রহের বিষয়টি এখন বাস্তবায়নের আরও কাছাকাছি।

