জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ও গোপন তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি অবৈধ আয় করার অভিযোগে নির্বাচন কমিশনের একজন কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্টেন্টসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে একটি মিডিয়া ব্রিফিং আয়োজন করা হয়েছে।
মালিবাগে অবস্থিত সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান।

