বাংলাদেশের রপ্তানিখাতের বৃহত্তর অংশজুড়ে আছে পোশাকশিল্প। তবে কিছুদিন হলো পোশাকশিল্প গুলোতে উত্তেজনা বেড়েই চলছে। বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে ঢাকা-ক্যান্টনমেন্ট অঞ্চলের পাশ্ববর্তী কচুক্ষেত এলাকার ৮টি পোশাকশিল্পের শ্রমিকরা।
আজ ১৪ই অক্টোবর সকাল থেকে প্রায় ১০-১১ হাজার শ্রমিক ক্যান্টনমেন্ট-মিরপুর ১৪ রাস্তা অবরোধ করে রাখে। বিধায় এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিপাকে পড়ে যায় সাধারণ যাত্রীরা।
শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্টের পর ক্ষমতা পরিবর্তিত পরিস্থিতিতে তাদের তিন মাসের বেতন বকেয়া আছে। এই জন্য বেতন পরিশোধ না করা পর্যন্ত, এই আন্দোলন চলবে বলে জানান বিক্ষোভকারীরা।
সম্প্রতি দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হবার পর আজ প্রথম কর্মদিবসে রাস্তা অবরোধ ও বিক্ষোভের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সড়ক অবরোধের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটে যাত্রীরা অনেকে পায়ে হেঁটে তাদের কর্মস্থলে যাচ্ছে কিন্তু বিপাকে পড়ছে দূরের যাত্রীগুলো।