কাঁচা মরিচের দাম যখন বাজারে আকাশচুম্বী, ক্রয় করতে পারছে না সাধারণ ভোক্তারা, এমতাবস্থায় কিছু অসাধু ব্যাবসায়ীরা পণ্যের মূল্য বৃদ্ধির জন্য মজুত করে রাখছে কাঁচা মরিচ। অস্থিতিশীল অবস্থা তৈরি করছে দেশের কাঁচামালের বাজার গুলোতে।
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় কোল্ড স্টোরেজে ৮৪৬ বস্তা মজুত করা কাঁচা মরিচ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার বি.কে বাড়ি গ্রীন এগ্রো প্রোডাক্ট নামধারী কোল্ড স্টোরেজে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়।
গাজীপুর অধিদপ্তরের কর্মকর্তা প্রদীপ্ত কুমার সিকদার একথা জানায়।
তিনি আরও বলেন, ‘মরিচের মালিক পাওয়া যায়নি তাই বুধবারের মাঝে মরিচগুলো বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।’
আরো জানা যায়, আজমীর ট্রেডার্স নামে কোনএক প্রতিষ্ঠান এলসি করে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করে রেখেছিল। দেশের পরিস্থিতি বিবেচনা না করে অসাধু ব্যাবসায়ীরা নিজেদের পকেট ভরানোর পায়তারা করছে।