যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংক খাতে বড় ধরনের পরিবর্তন আসছে। ফিফথ থার্ড ব্যাংক ঘোষণা করেছে, তারা ১০.৯ বিলিয়ন ডলারের শেয়ারভিত্তিক চুক্তিতে কমেরিকা ব্যাংক অধিগ্রহণ করবে।
দুই প্রতিষ্ঠান যৌথ বিবৃতিতে জানিয়েছে, একীভূত হওয়ার পর তারা যুক্তরাষ্ট্রের নবম বৃহত্তম ব্যাংক হিসেবে আবির্ভূত হবে। একীভূত হওয়ার পর মোট সম্পদের আকার দাঁড়াবে প্রায় ২৮ হাজার ৮০০ কোটি ডলার। ফিফথ থার্ড ও কমেরিকা ব্যাংক একীভূত হওয়ার পর নতুন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে আরও বিস্তৃত কার্যক্রম চালাবে। বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চল, টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় সম্প্রসারণ হবে। ২০৩০ সালের মধ্যে মোট শাখার অর্ধেকের বেশি এই অঞ্চলে স্থাপিত হবে।
চুক্তি বিষয়ে ফিফথ থার্ড ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী টিম স্পেন্স বলেন, “এ একীভূতকরণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। এর মাধ্যমে দ্রুত প্রবৃদ্ধি ঘটছে এমন বাজারে আমাদের উপস্থিতি শক্তিশালী হবে এবং বাণিজ্যিক খাতে সক্ষমতা বাড়বে।”
কমেরিকা ব্যাংক অধিগ্রহণের মাধ্যমে ফিফথ থার্ড ব্যাংক শেয়ারহোল্ডারদের নতুন শেয়ার বরাদ্দ দেবে। চুক্তি অনুযায়ী, কমেরিকার প্রতিটি শেয়ারের জন্য শেয়ারহোল্ডার পাবেন ১.৮৭টি ফিফথ থার্ডের শেয়ার।
যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংক খাতে সম্প্রতি আরও কিছু একীভূতকরণ ঘটেছে। প্রায় মাসখানেক আগে পিএনসি ফাইন্যান্সিয়াল ঘোষণা করেছে, তারা কলোরাডোর ফার্স্ট ব্যাংককে ৪১০ কোটি ডলারে কিনছে। এ অধিগ্রহণের ফলে পিএনসি ব্যাংক কলোরাডো ও অ্যারিজোনায় শক্তিশালী অবস্থান গড়ে তুলবে।
ফার্স্ট ব্যাংক অধিগ্রহণের পর পিএনসি ব্যাংক ডেনভারের বাজারে সবচেয়ে বড় ব্যাংক হবে। এছাড়া অ্যারিজোনায় ৭০টির বেশি নতুন শাখা পাওয়ার সুযোগ তৈরি হবে। পিএনসির মোট সম্পদের পরিমাণও প্রায় ৫৭ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাবে।