বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর সেবা ও তথ্য এক জায়গায় পাওয়া যাবে নতুন ডিজিটাল পোর্টাল ‘বাংলা বিজ’-এর মাধ্যমে। এ পোর্টালের মাধ্যমে বিডা, বেপজা এবং আরও তিনটি প্রতিষ্ঠানের ওয়ান স্টপ সার্ভিস সুবিধা সহজে ব্যবহার করা যাবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) যৌথভাবে কেন্দ্রীয় এই পোর্টাল চালু করেছে। বিডার জনসংযোগ দপ্তর রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা বিজ-এ সংযুক্ত রয়েছে:
- বিডা,
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ,
- বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ,
- বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ,
- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন।
হোমপেজ থেকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের ওয়েবসাইটেও প্রবেশ করা যাবে। ২০২৫ সালের এপ্রিল মাসে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বিডার গভর্নিং বডির সভায় এই উদ্যোগ গৃহীত হয়। জাইকা বাংলা বিজের ডিজাইন, উন্নয়ন ও বাস্তবায়নে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে। বাংলা বিজ-এর প্রথম সংস্করণে থাকছে:
- ল্যান্ডিং পেইজ: বিনিয়োগ সংক্রান্ত সেবা, সংযুক্ত পোর্টালের লিংক, প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলি ও যোগাযোগের তথ্য।
- ইন্টারঅ্যাকটিভ টুল: ব্যবসার ধরন ও খাত অনুযায়ী প্রাসঙ্গিক বিনিয়োগ সংস্থা বাছাইয়ে সাহায্য করবে।
- ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড: সেবা প্রদানকারী কর্মকর্তারা সেবার মান, বিনিয়োগ প্রবণতা ও বিভিন্ন সূচক পর্যবেক্ষণ করবেন।
জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি বলেন, “ডিজিটাল রূপান্তর কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি একটি কৌশলগত পরিবর্তন। বাংলা বিজ বিনিয়োগকারীদের ক্ষমতায়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।”
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “দেশি-বিদেশি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই একটি একক বিনিয়োগ পোর্টালের দাবি জানিয়েছিলেন। বাংলা বিজ সেই চাহিদার প্রতিফলন। এটি এমনভাবে তৈরি হয়েছে, যাতে বিনিয়োগে আগ্রহী ব্যক্তি এক প্রবেশপথ ব্যবহার করে বাংলাদেশে ব্যবসা শুরু ও পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন। আমরা আশা করি এটি সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে মানসম্পন্ন সেবা প্রদানে প্রতিযোগিতা সৃষ্টি করবে।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সংস্করণে বাংলা বিজকে পূর্ণাঙ্গ ইনভেস্টর সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে। এতে থাকবে বিজনেস স্টার্টার প্যাকেজ, বাংলা বিজ আইডি এবং সম্পূর্ণ ডিজিটাল কর্মানুমতি ও নিরাপত্তা ছাড়পত্র সেবা। এটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর আন্তসংযোগ নিশ্চিত করবে।
বিশ্বের বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে জাইকা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বেসরকারি খাতের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। সংশ্লিষ্টরা মনে করেন, বাংলা বিজ বিনিয়োগকারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক, মানসম্পন্ন এবং জনবান্ধব সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।