চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোকা-কোলার আয় বেড়েছে ৬ শতাংশ। আয় দাঁড়িয়েছে ১ হাজার ২৪১ কোটি ডলারে। মূলত পণ্যের মূল্যবৃদ্ধিই এই বৃদ্ধি ত্বরান্বিত করেছে।
অ্যাটলান্টাভিত্তিক পানীয় জায়ান্টটি জানিয়েছে, বিশ্বব্যাপী কোকা-কোলার ইউনিট কেস বিক্রি বেড়েছে ১ শতাংশ। উত্তর আমেরিকা ও লাতিন আমেরিকায় বাজার স্থিতিশীল থাকলেও এশিয়ায় বিক্রি কমেছে ১ শতাংশ। অন্যদিকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে বিক্রি বেড়েছে ৪ শতাংশ।
সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে কোকা-কোলা গড়ে পণ্যের দাম বাড়িয়েছে ৬ শতাংশ। এ সময় বিশ্বব্যাপী কোকা-কোলা জিরো সুগারের বিক্রি বেড়েছে ১৪ শতাংশ। ডায়েট কোক ও কোকা-কোলা লাইটের বিক্রি বেড়েছে ২ শতাংশ। পানি, স্পোর্টস ড্রিংক, কফি ও চায়ের বিক্রি ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে দুগ্ধজাত ও জুস পণ্যের বিক্রি কমেছে ৩ শতাংশ।
জুলাই-সেপ্টেম্বরে কোকা-কোলার নিট মুনাফা ৩০ শতাংশ বেড়ে ৩৬৯ কোটি ডলারে পৌঁছেছে। এককালীন আইটেম বাদে সমন্বিত আয়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় ছিল ৮২ সেন্ট। এটি বিশ্লেষকদের পূর্বাভাসকৃত ৭৮ সেন্টের চেয়ে বেশি।

