গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্ট অধস্তন আদালতের বিচারক এবং আইনজীবীদের পোশাক পরিধান নীতি সাময়িকভাবে স্থগিত করেছে।
এর ফলে আগামী ৬ এপ্রিল থেকে বিচারক এবং আইনজীবীদের এখন থেকে কালো কোট এবং গাউন পরিধান করতে হবে না। এই সিদ্ধান্ত পরবর্তী কোনো নির্দেশনা না আসা পর্যন্ত কার্যকর থাকবে।
সোমবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে, এবং দেশের সর্বত্র চলমান তাপপ্রবাহের কারণে আদালতগুলোর বিচারক এবং আইনজীবীরা এখন থেকে সাদা ফুলশার্ট, সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। এই সময়ে কালো কোট এবং গাউন পরিধানের কোনো বাধ্যবাধকতা থাকবে না।
এছাড়া গরমের কারণে আদালতে বিচারক এবং আইনজীবীদের প্রচলিত পোশাক পরিধান নীতি পরিবর্তন করার প্রয়োজনীয়তা বেশ আগে থেকেই অনুভব করা হচ্ছিল। এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানও আইনজীবীদের পক্ষ থেকে দাবি জানিয়েছিলেন।